ঢাকা
সে এক অসুস্থ শহর। দূষনের দিক থেকে যেকিনা সারা পৃথিবীতে তৃতীয় অবস্থানে। কিন্তু সব খারাপ জিনিসের ভালবাসার মত একটা দিক থাকে। ওই দিকটা হঠাৎ দৃষ্টিগোচর হয়। যা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষণস্থায়ী হলেও কিছু ক্ষেত্রে স্থিরতা আছে।
সময়টা December
ভূমি থেকে আমার অবস্থান অনেকটা উপরে। অন্তত ঢাকার লম্বা গাছগুলোর মাথার উপর দিয়ে দিগন্তটাকে দেখা যাচ্ছিলো। যদিও দিগন্তটাও ছিলো ঝাপসা। সব সময় শুনতাম, সূর্য নাকি মেঘের পেছনে লুকায়। ওই দিন প্রত্যক্ষ করলাম যে সূর্য কুয়াশার চাদরেও লুকায়।
-
আমার অবস্থান থেকে পেছনে বারডেম হাসপাতালের অসুস্থ মানুষ গুলা। আর সামনে কিছুক্ষনের জন্য সুস্থ হয়ে উঠা ঢাকার প্রকৃতি।
সে এক অসুস্থ শহর। দূষনের দিক থেকে যেকিনা সারা পৃথিবীতে তৃতীয় অবস্থানে। কিন্তু সব খারাপ জিনিসের ভালবাসার মত একটা দিক থাকে। ওই দিকটা হঠাৎ দৃষ্টিগোচর হয়। যা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষণস্থায়ী হলেও কিছু ক্ষেত্রে স্থিরতা আছে।
সময়টা December
ভূমি থেকে আমার অবস্থান অনেকটা উপরে। অন্তত ঢাকার লম্বা গাছগুলোর মাথার উপর দিয়ে দিগন্তটাকে দেখা যাচ্ছিলো। যদিও দিগন্তটাও ছিলো ঝাপসা। সব সময় শুনতাম, সূর্য নাকি মেঘের পেছনে লুকায়। ওই দিন প্রত্যক্ষ করলাম যে সূর্য কুয়াশার চাদরেও লুকায়।
-
আমার অবস্থান থেকে পেছনে বারডেম হাসপাতালের অসুস্থ মানুষ গুলা। আর সামনে কিছুক্ষনের জন্য সুস্থ হয়ে উঠা ঢাকার প্রকৃতি।
Comments
Post a Comment